
-
2025-02-16
-
Human Rights
-
M M Zahidur Rahman Biplob
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর এবং আমরা নারী’র যৌথ উদ্যোগে, ‘হাওর ও জলাভূমির ২ যুগ: জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আমাদের হাওর অঞ্চলের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার (১৯ জুন ২০২৩)
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরে বক্তারা বলেছেন, দেশের পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা মনে করি এই কাজে যুবকদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। দেশের যেখানেই পরিবেশ নদ-নদী-খাল-বিল-পাহাড় নষ্ট হবে সেখানে আমাদের যুব সদস্যরা সোচ্চার হবে। তরুণদের সচেতন করার মাধ্যমে জ্ঞানভিত্তিক পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত না করতে পারলে দেশের পরিবেশ রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। সুতরাং আমাদের দেশের পরিবেশ রক্ষায় যুবকদের অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি।
সোমবার (১৯ জুন) গ্রিনরোডে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতর এবং আমরা নারী’র যৌথ উদ্যোগে, ‘হাওর ও জলাভূমির ২ যুগ: জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আমাদের হাওর অঞ্চলের ভবিষ্যৎ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, হাওর অঞ্চলের সম্ভাবনা ও মানুষের সংকট মোকাবেলায় প্রয়োজন হাওরের ইতিহাস-ঐতিহ্য ও এ সংক্রান্ত গবেষণা। জনসচেতনতা বৃদ্ধিকরণে কমিউনিটি বেসড আওয়ার্নেস ক্যাম্পেইনের নেতৃত্বে আসতে হবে সাধারণ মানুষ, ছাত্র ও যুব সমাজকে। অন্তত ছাত্র ও যুব সমাজের সমন্বয়ে প্রোডাক্টিভ, অর্গানিক ভলেন্টিয়ার প্রস্তুত করতে হবে আমাদের। ইভেন্টস ইনিশিয়েটিভ ক্রিয়েট করতে হবে। মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে হবে, সচেতনতা, শিক্ষার ওপর জোর দিতে হবে। গুরুত্বপূর্ণ করে তুলতে হবে আমাদের সমন্বিত প্রচেষ্টাকে। সরকারকে প্রত্যক্ষভাবে বিভিন্ন কার্যকরী প্রদক্ষেপ, যুগোপযোগী ব্যবস্থা নিতে হবে। প্রণোদনা পুরস্কারের ব্যবস্থা করতে হবে। সরকারি বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠাগুলোর একাত্মতা ঘটাতে হবে।
আয়োজকরা বলেন, হাওর ও জলাভূমির ২ যুগ: জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আমাদের হাওর অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আজকের সেমিনারের মধ্যে দিয়ে আমরা হয়তো ভালো কিছু শুরু করলাম।
আমাদের আজকের এই উপস্থিতি, এটাকে সাস্টেইনাবল করতে পারলে, যুগোপযোগী ইনিশিয়েটিভ ক্রিয়েট করতে পারলে, আমাদের এই আয়োজন সার্থক, সফল হবে।
এ সময় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বিশেষজ্ঞ এমিরিটাস প্রফেসর আইনুন নিশাত, চলচ্চিত্র পরিচালক এম এম জাহিদুর রহমান বিপ্লব, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক আমাদের নতুন সময় সম্পাদক নাসিমা খান মন্টি, ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল, সাংবাদিক রাজু আহমেদ, মোস্তাফিজুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।